গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!
ভাতে মাছে বাঙালি, এটাই বাঙালির পরিচয়। ভাতে কিংবা পোলাও মাছ ছাড়া চলে না অনেকেরই।
আর এ মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায়। সেটা হলো তার কাঁটা। মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।
আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে যেতে হবে না। পবিত্র কোরআনের আয়াতের ফজিলত দেখুন-
আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।
![]() |
গলা থেকে মাছের কাঁটা নামানোর দোয়া |
দোয়াটি এই- "ফালাওলা ইযা বালাগাতিল হুলকুম"
সূরা আল-ওয়াকিয়াহ ( ﺍﻟﻮﺍﻗﻌﺔ ),
![]() |
গলায় কাঁটা বিধলে যে আমল করবেন! |
গলায় কাটা বিধলে করণীয়
খেতে বসে গলায় মাছের কাঁটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। অনেকে এখনও আছেন মাছের কাঁটা ঠিকমতো বেছে খেতে পারেন না। খেতে বসে অনেক কথা বলেন। আবার খুব তাড়াহুড়ো করে খান। এর ফলে হয় কী, অসাবধানে মাছের কাঁটা গলায় ফুটে যায়। আর তারপরই শুরু হয় যত বিপত্তি। গলায় মাছের কাঁটা বিঁধলে অসম্ভব অস্তস্তি শুরু হয়। তাই মাছের কাঁটা নামানোর উপায় রইল আপনাদের জন্য।
পাউরুটি: হাতের কাছে ভাত না থাকলে আপনি পাউরুটি খেতে পারেন। শুধুমাত্র পাউরুটি মুখে দিয়ে হালকা চিবিয়ে গিলে ফেলুন এবং পানি খেয়ে নিন। এতে গলা পরিষ্কার হয়ে যাবে।
অলিভ অয়েল : তেল পিছল পদার্থ। আর অলিভ অয়েল কাঁচা খেলেও ক্ষতি নেই। তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তৎক্ষণাৎ খেয়ে নিন ১ চামচ। কাঁটা পিছলে গলা থেকে নেমে যাবে।
কোক : বাড়িতে কোক জাতীয় পানীয় থাকলে খান। এটি কাঁটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি। গলায় মাছের কাঁটা বিঁধলে এক নিশ্বাসে যতটা সম্ভব কোক খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
পাতি লেবু : মাছের কাঁটা নিমেষে নরম করে তুলতে পারে পাতি লেবু। তাই গলায় কাঁটা ফুটলে আগে একটা লেবু কাটুন। নুনে মাখিয়ে রস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে গলা দিয়ে।
গলায় কাটা লাগলে কোন দোয়া পড়তে হয়
পাতি লেবু : মাছের কাঁটা নিমেষে নরম করে তুলতে পারে পাতি লেবু। তাই গলায় কাঁটা ফুটলে আগে একটা লেবু কাটুন। নুনে মাখিয়ে রস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে গলা দিয়ে।
গলায় কাটা লাগলে কোন দোয়া পড়তে হয়
যে ব্যক্তি এই দোয়াটি পড়বে ফালাওলা ইযা বালাগাতুল হুলকুম (فلولا اذا بلغت الحلقوم) তার গলার কাঁটা নেমে যাবে। ইংশা আল্লাহ। অথবা আধামুঠো চাউলে সাতবার উক্ত দোয়াটি পড়ে ফুক দিয়ে খেলে, আল্লাহ তায়ালার রহমতে কাাঁট নেমে যাবে। এ আমলটি সকাল বিকাল করতে থাকুন। ইংশা আল্লাহ সফলতা আসবেই।
সুরা ওয়াক্বিয়ার ৮৩ থেকে ৮৭ নং আয়াতের অর্থ :
﴿وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ﴾
﴿وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ﴾
﴿فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ﴾
﴿تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ﴾
৮৭) [৮৩-৮৭ আয়াতের ভাবার্থ] তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যুপথযাত্রীর প্রাণ যখন কণ্ঠনালীতে উপনীতে হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে, সে মৃত্যুমুখে পতিত হচ্ছে সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ূকে ফিরিয়ে আন না কেন? সে সময় তোমাদের চেয়ে আমিই তার অধিকতর নিকটে থাকি৷ কিন্তু তোমরা দেখতে পাও না৷
- গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!
- Golai Kata atkale ki korben
- মাছের কাঁটা গলায়
- মাড়িতে মাছের কাটা
- শিশুর গলায় কিছু আটকে গেলে
Post a Comment